ডেস্ক রিপোর্ট : অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস কে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষর করেছেন।
এর আগে ৩৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করা হয়। সেই সঙ্গে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়ন করা হয়।
গতকাল সোমবার ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। তার কয়েকদিনের মধ্যে মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
বনানী বিশ্বাস এর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ১৩-০৩-২০১২ হতে ৩০-০৩-২০২৪ ইং কর্মরত ছিলেন।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি