ডেস্ক রিপোর্ট : জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসাবে পদায়িত হয়েছেন । তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার।
প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষর করেছেন।
এর আগে ৩৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করা হয়। সেই সঙ্গে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়ন করা হয়।
গতকাল সোমবার ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। তার কয়েকদিনের মধ্যে মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন সেবার মাধ্যমে সকল শ্রেণি ও পেশার মানুষের মন জয় করেছিলেন।
শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত এই কর্মকর্তা নরসিংদীর ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
https://slotbet.online/