ডেস্ক রিপোর্ট : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস! শহীমদের স্মরণে ছাত্র-জনতার শহীদী মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা সদরের ২৪ শে চত্বরে (মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ) আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন মো: হিমেল হাসান রাসেল, এম শাহরিয়ার আহমেদ অশ্রু, আবু নাহিদ, নাঈম ফেরদৌস সুস্ময়, মো:মোস্তাফিজুর রহমান রামিম, নাঈমুল ইসলাম নাঈম, মোরশেদ খান, মো: মোজায়িত, মো: রাসেল, মো: সাখাওয়াত হোসেন তামিম, মো: রাদিন প্রমুখ।
https://slotbet.online/