ডেস্ক রিপোর্ট : শুক্রবার (৩০ আগস্ট )বিকেলে রাজধানীর ধানমন্ডি ২ ষ্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত কমিটি গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসকারী ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একতা, সৌহার্দ্য ও সম্প্রীতির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ঢাকাস্থ ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতির সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ বখতিয়ার কামাল, নির্বাহী সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কৃষিবিদ মাযহারুল ইসলাম সবুজ। বাকি সদস্যগুলোর নাম পূর্ণাঙ্গ কমিটির গঠনের সময় প্রকাশিত হবে বলে জানা গেছে।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকায় ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা (বাড) এর সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইয়াসিন আলী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আলাউদ্দিন, ডক্টর একেএম রুহুল আমিন, এডভোকেট ইউসুফ আলী, সমিতির সাবেক সভাপতি মোঃ ফজলুহক, সাধারন সম্পাদক এডঃ গোলাম ছারোয়ার খান জাকির, ডাঃ আজাহার, সহকারী অ্যাটর্নি জেনারেল এডঃ এরশাদ হোসেন রাশেদ, এডঃ রওশন, আব্দুল মোতালেব, নুরুল ইসলাম মাষ্টার, নাজমুস সাহাদাত নাজমুল, মোকাম্মেল, হাবিবুর রহমান, পুলিশের এসআই সাইফুল ইসলাম, প্রভাষক তারেক আল আজিজ, আশরাফ সারোয়ার খান রিপন প্রমুখ।
https://slotbet.online/