• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের এএজি হলেন ফুলবাড়িয়ার এড. রাশেদ

ফুলবাড়িয়া নিউজ / ৭০ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

ডেস্ক রিপোর্ট : সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নী-জেনারেল (এএজি) হলেন এড. মো: এরশাদ হোসেন (রাশেদ)। গত ২৮ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের আলোকে ১৬১ জন আইনজীবিকে এ পদে নিয়োগ প্রদান করেন।
এড. মো: এরশাদ হোসেন (রাশেদ) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সেমিনার ও সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামের সাইফুল ইসলাম মাস্টারের পুত্র। তার নিয়োগে গ্রামের মিষ্টি বিতরণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার।

অভিনন্দন : আইন ও বিচার বিভাগের সহকারী অ্যাটর্নী-জেনারেল হিসাবে নিয়োগ পাওয়ায় প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, সহসভাপতি এসএম গোলাম ফারুক আকন্দ সহ সকল সদস্যবৃন্দ প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সহকারী অ্যাটর্নী-জেনারেল এডঃ এরশাদ হোসেন রাশেদ এর মাধ্যমে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। অন্তবর্তী সরকারের সময় সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে সাংবাদিক নেতৃবৃন্দ আশা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/