ডেস্ক রিপোর্ট : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪টি পরিবারে ৮ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় ডাকবাংলোতে শহিদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান বিতরনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মোঃ মতিউর রহমান আকন্দ। এ সময় জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা নায়েবে আমীর মু. কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাও. মোজাম্মেল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান ফরাজী, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম প্রমুখ।
নিহত পরিবারগুলো হচ্ছে আমিরুল ইসলাম (৩০), রাধাকানাই ইউনিয়ন; তোফাজ্জল হোসেন খান (২৭) ভালুকজান পৌরসভা, হাফিজুল ইসলাম (২৫) নাওগাও, রবিউল ইসলাম রাকিব (২২) সন্তোষপুর নাওগাও।
প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা হাদিয়া দেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
https://slotbet.online/