• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় সাবেক এমপি মালেক সরকারসহ আ’লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা

ফুলবাড়িয়া নিউজ / ৯৭ পঠিত
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় হামলা, সরকারী বাস ভবন ভাংচুর সহ সরকারি কাজে প্রদানের অভিযোগে ফুলবাড়িয়া থানায় মামলা হয়েছে। মামলার আসামী করা হয়েছে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৫৯৮ জন নেতা কর্মী। বিশেষ ক্ষমতা আইনে থানায় রবিবার (১৮ আগস্ট) মামলাটি রুজু করেন স্থানীয় বিএনপি নেতা ওমর ফারুক।

মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট বিকেল পাঁচটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার জননী সিনেমা হল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে হামলা চালানো হয়। ওই সময় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মালেক সরকার নিজে পিস্তল প্রদর্শন করে অন্য আসামিদের হামলা চালানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা, থানার ওসির বাসভবনে হামলা ভাংচুর লুটপাট, ফুলবাড়িয়া থানায় হামলা ও গাড়ি ভাংচুর করা হয়।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, পৌর মেয়র গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছফর আলী বুলু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার, রাধাকানাই ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শোয়ে সহ এজাহারে ৯৮ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় অজ্ঞাত আরও ৫শ আসামি করা হয়েছে। পুলিশ রবিবার (১৮ আগস্ট) অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করে। মামলা নং-০৬ তারিখ ১৮-০৮-২০২৪ খ্রিষ্টাব্দ।

ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জাজামান বলেন, গত ৪ আগষ্ট হামলা ভাংচুরর ঘটনায় বিশষ ক্ষমতা আইন সাবেক এমপিসহ এজাহার নামীয় ৯৮ জন ও অজ্ঞাত আরা ৪’শ থেকে ৫শ আসামী করে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/