ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ফুলবাড়িয়া নির্বাহী অফিসার কাবেরী জালাল এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান রাশেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন। শনিবার (১০ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানায় গিয়ে এ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে মিষ্টিমুখ করানো হয়। এ ছাড়াও বিধ্বস্ত থানায় অফিসার ইনচার্জ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এ নেতা। অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে, খুব দ্রুতই আমরা পুরোদমে কার্যক্রম শুরু করবো।
এ সময় যুবদলের হুমায়ুন, ছাত্রদলের কামাল, মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি