ডেস্ক রিপোর্ট : ফুলবাড়িয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে বুধবার বিকালে বিজয় মিছিল হয়েছে। পশ্চিম বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয় হতে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক। উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদলের সঞ্চালনায় পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার আবুল ফজল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, জাকির হোসেন খান বাপ্পী, ফারুক মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।
এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সদ্য কারামুক্তদের ফুল দিয়ে বরণ করা হয়।
সমাবেশের শেষাংশে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এনায়েতপুরের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক তালুকদারের মৃত্যুতে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মিষ্টি বিতরণ করা হয়।
https://slotbet.online/