অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ আজ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২১টি গাড়ি। সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।
আজ বৃহস্পতিবার সরকারি পরিবহন পুল ঘুরে দেখা গেছে, গত মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন, সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। ১৭-১৮টি গাড়ি লাগতে পারে বলে পরিবহন কমিশনার কার্যালয়কে ধারণা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী প্রয়োজনীয় গাড়ি প্রস্তুত করা হয়েছে।
তবে কিছু অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক, সরকারি পরিবহন পুলের এক কর্মকর্তা বলেন, ‘ভিভিআইপি প্রটোকলে সব সময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যাতে আরেকটি গাড়ি যেন পাঠানো যায় সে এ কারণে আমরা মোট ২১টি গাড়ি প্রস্তুত করেছি।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ’র অত্যাধুনিক সিরিজের গাড়ি। আর অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি রয়েছে। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া রয়েছে মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।
https://slotbet.online/