রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের নিহতের ঘটনায় রংপুর মহানগর পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র।
বরখাস্ত হওয়াদের মধ্যে আমির হোসেন রংপুর মহানগর পুলিশ লাইন্সে এবং সুজন মহাগর পুলিশের তাজহাট থানায় কর্মরত ছিলেন।
আজ শনিবার দুপুরে রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। পুলিশ আবু সাঈদকে গুলি করেছে, এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে পরে পুলিশ বাদী হয়ে যে মামলা করে তার এজাহারে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়েছে।
https://slotbet.online/