• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

কাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন ন্যানসি

ফুলবাড়িয়া নিউজ / ১৩৩ পঠিত
আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

চলমান পরিস্থিতি নিয়ে কথা না বলা গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে ন্যানসি লেখেন, প্ৰিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা,

‘আপনারা যারা চিরকাল সুবিধা ভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? আপনাদের পুনরায় তারকার মুকুট পরিয়ে অর্ঘ্য নিবেদন করবে? ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তোলা প্রোফাইল পিকচার বদলে কিংবা লোক দেখানো লাল রঙে কাভার ফটো রাঙিয়ে নিজেকে বিপদ সীমার বাইরে রেখেছেন কিন্তু চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেন নি! ভবিষ্যৎ এ যার সাথে ছবি দিলে, গুন বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন সে ফন্দি ফিকির করছেন – ধিক্কার আপনাদের। বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। অতীতের মতো সত্যি কথা বলার অপরাধে যদি আমি বেয়াদব বা অসহনশীল খেতাব পাই তাতে আমি অখুশি নেই। আপনাদের কীর্তি শুধু আমি নই ; সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/