• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

আগামী ১ মাসের মধ্যে বড়বিলে দুটি স্প্রিডবোড-আব্দুল মালেক সরকার এমপি

ফুলবাড়িয়া নিউজ / ৭৪ পঠিত
আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ডেস্ক রিপোর্ট: বড়বিলার চারদিকে রাস্তা থাকবে যাতে প্রাইভেট যাওয়া আসা করবে। গাছ থাকবে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা থাকবে, রাস্তা-ঘাটও থাকবে। এ জন্য স্থানীয় মুক্তা চেয়ারম্যান (রাঙ্গামাটিয়া) কে মাটি কাটার জন্য ৫০ লাখ টাকা আজকে দিয়ে যাচ্ছি।
এই বড়বিলা সারা ময়মনসিংহ জেলা ও টাঙ্গাইল জেলায় যেন পর্যটন এলাকা হিসাবে পরিচিত লাভ করে, সেজন্য আগামী ১ মাসের মধ্যে এই বিলে দুটি স্প্রিডবোড থাকবে। যাতে পর্যটকরা ঘুরাফেরা করতে পারে। এখানে ঘর দরজা থাকবে, যাতে পযর্টকরা আসে। তবে অন্য এলাকা হতে কেউ এসে যাতে সম্মানহানি না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। যদি কেউ সম্মানহানি হয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় বিলের লিজ বাতিলের ঘোষণাও দেন তিনি।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী বড়বিলাপাড়ে উপস্থিত হয়ে বুধবার (৩১ জুলাই) জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এ সব কথা বলেন।

এ সময় রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী, ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন সাদত, আওয়ামী লীগ নেতা এজিদুল হক, কৃষকলীগের জাহাঙ্গীর আলম আকন্দ, শ্রমিকলীগের আহসান হাবীব ইলিয়াস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/