• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

বাড়াবাড়ি করলে জামাতের স্থান ফুলবাড়িয়ায় হবে না- আব্দুল মালেক সরকার এমপি

ফুলবাড়িয়া নিউজ / ৮৯ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
oplus_1024

ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার পক্ষের শক্তি (বাংলাদেশ আওয়ামী লীগ) এর সাথে অতীতেও জামাত পারেনি আর পারবেও না। গত ৫০ বছরে ফুলবাড়িয়ায় সহিংস রাজনীতি হয়নি হঠাৎ পরিস্থিতি ঘোলা করার চেষ্টা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বর হতে ঘোষণা করছি আর একটু বাড়াবাড়ি করলে জামাতের জায়গা ফুলবাড়িয়ায় হবে না।
তারা ফুলবাড়িয়ায় এক ঘন্টাও টিকবে না। কোমলমতি শিক্ষার্থীদের উপর ভর করে আন্দোলনের নামে জ¦ালাও পোড়াও আর করতে দেওয়া হবে না। যে কোন আন্দোলন মোকাবেলায় ফুলবাড়িয়ার সর্বস্তরের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে উপজেলা সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া পৌর শাখার উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, আওয়ামী লীগ নেতা এজিদুল হক, রোকন তরফদার

কৃষকলীগের জাহাঙ্গীর আলম আকন্দ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে স্থানীয় ডাকবাংলো হতে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে শেষ করে।

এরপর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্দুল মালেক সরকার এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/