টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। এরপর শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারতের কোচের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষন। এরপরই আরেক সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসেবে চূড়ান্ত নিয়োগ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
গম্ভীর যুগে ভারত প্রথম সিরিজ খেলে শ্রীলংকার বিরুদ্ধে। চলমান ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশটির বিপক্ষে সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ফিরছেন টি-টোয়েন্টি ক্রিকেটকে এরই মধ্যে বিদায় জানানো বিরাট কোহলি ও রোহিত শর্মা।
আগামীকাল মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা। তার একদিন আগেই ওয়ানডে সিরিজের জন্য কলম্বোতে অনুশীলন করবেন রোহিত-কোহলিরা। গতকাল রবিবার শ্রীলংকায় পৌঁছেছেন তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রায় একমাস পর আবারও ক্রিকেট মাঠে নামছেন রোহিত-কোহলি ও কুলদীপ যাদবরা। এই ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন শ্রেয়াস আইয়ারও। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছেন শ্রেয়াস।
ওয়ানডে স্কোয়াডে আছেন অলরাউন্ডার হরষিত রানাও। এ বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন এই ক্রিকেটার। কলম্বোতে জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের অধীনে অনুশীলন করবেন এই ক্রিকেটাররা।
প্রসঙ্গত, আগামী ২ আগস্ট শুরু হবে শ্রীলংকা ও ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। পরের দুইটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৭ আগস্ট।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি