আগামী তিন দিন সরকারি অফিস নতুন সূচিতে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, আগামীকাল রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ব্যাপক হতাহত ও সহিংসতার কারণে গত রবিবার থেকে মঙ্গলবার তিন দিন ছিল সাধারণ ছুটি। কারফিউ বা সান্ধ্য আইন চালু থাকলেও গত বুধবার থেকে সীমিত পরিসরে শুরু হয় সরকারি অফিস। গত বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল অফিস।
ঢাকাসহ চার জেলায় আজও রয়েছে কারফিউ। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।
কারফিউ কবে থেকে তুলে নেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে।’
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি