• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এ প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠান

ফুলবাড়িয়া নিউজ / ৭৩ পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত ‘ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট’ এ কোর্স সমাপ্তিতে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে ইন্সটিটিউটে জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০২৪ সেশনের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠানে আয়োজন করে কতৃপক্ষ।

ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক তানজিদ শুভ্র জানান, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপদেশমুলক পরামর্শ প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া বাজার লুঙ্গী মহল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ আব্দুস ছালাম, ব্যবসায়ী মোহাম্মদ হাসমত আলী সেলিম। এ সময় সংশ্লিষ্ট প্রশিক্ষকসহ অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

প্রধান অতিথির বক্তব্যে মো. তৌহিদুজ্জামান বলেন, আমার এই প্রতিষ্ঠান দাঁড় করানোর উদ্দেশ্য দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়তে ভূমিকা রাখা। ইতোমধ্যে আমাদের কয়েকজন প্রশিক্ষণার্থী রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যুক্ত আছে। আমরা চেষ্টা করছি বর্তমান চাকরির বাজারের দিক বিবেচনা করে কর্মক্ষেত্রের উপযোগী প্রশিক্ষণ প্রদান করতে। তিনি আরও বলেন, নিজ এলাকার তরুণ ও যুবকদের প্রশিক্ষণের সুব্যবস্থা করার জন্যই নিজের এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছি। ভবিষ্যতে আরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনজন প্রশিক্ষণার্থীকে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/