• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

ব্যর্থতার দায় নিয়ে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধানের পদত্যাগ

ফুলবাড়িয়া নিউজ / ৬৪ পঠিত
আপডেট : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান কিম চিটেল। তিনি মঙ্গলবার এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

আজ বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পদত্যাগপত্রে, ট্রাম্পের সমাবেশে নিরাপত্তা ত্রুটির পূর্ণ দায় স্বীকার করেন কিম।

তিনি জানান, ভারাক্রান্ত হৃদয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবসময় এজেন্সির দায়িত্বপালনকে অগ্রাধিকার দিয়েছেন বলেও জানান।

মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় গত সোমবার শুনানি অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরাই কিমকে পদ ছাড়ার আহ্বান জানান।

এদিকে সিক্রেট সার্ভিসে কিমের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শিগগিরই নতুন পরিচালক নিয়োগের কথাও বলেন তিনি। আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বপালন করবেন এজেন্সির ডেপুটি পরিচালক রোনাল্ড রোয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/