কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে। আজ মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ নিহত হয়েছেন। এছাড়া ঢাকা সহ বিভিন্ন স্থানের সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
কোটার বিষয় নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন দেশের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এ নিয়ে এবার বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার শরিফুল ইসলাম। নিজের ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’
এর আগে জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়ও ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। হৃদয় নিজেও পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
https://slotbet.online/