ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ জেলা পরিষদের শুন্যপদে নির্বাচনের লক্ষে ৮নং ওয়ার্ড ফুলবাড়িয়ায় উপ নির্বাচনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল (টিউবওয়েল), অধ্যক্ষ রফিকুল ইসলাম (হাতি) এবং এডভোকেট এইচ এম আব্দুল মোতালেব সরকার (ঘুড়ি)। ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুলাই) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের জন্য ৮নং ওয়ার্ড ফুলবাড়িয়ার নির্বাচিত ডা: কামরুজ্জামান সদস্য পদ প্রত্যাহার করায় আগামী ২৭ জুলাই সাধারণ এ ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি