• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

নারী ভক্তের কাণ্ডে বিস্মিত জায়েদ খান

ফুলবাড়িয়া নিউজ / ৭১ পঠিত
আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

অভিনয়ের বাইরে ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়েই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শোতে। চলতি বছরই তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দুবাই, যুক্তরাজ্য, মালয়েশিয়া মাতিয়েছেন। এবার গিয়েছেন কানাডায়। প্রথমবারের মতো কানাডায় গিয়ে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই চিত্রনায়ক।

দেশটির ক্যালগারিতে গতকাল রবিবার পারফর্ম করার সময় এক নারী ভক্ত জায়েদ খানের ছবি সম্বলিত টি-শার্ট পরে দৌড়ে স্টেজে ওঠেন। যা দেখে বিস্মিত হয়েছেন নায়ক নিজেই।

জায়েদ খান জানান, মঞ্চে পারফর্মের মধ্যেই তিনি দেখতে পান কানাডা প্রবাসী এক নারী তার ছবি ছাপানো টি-শার্ট পরে দৌড়ে স্টেজে আসছেন।

তার ভাষায়, ‘এই প্রথম কানাডায় পারফর্ম করতে এসেছি আমি। এখানকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা না এলে বুঝতাম না। একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘অনেকে আমাকে জানিয়েছে দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে। তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে। ১৪ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টি-শার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে। যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে। এই ভালোবাসাগুলো কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই।’

এদিকে, গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন জায়েদ। সেখানে একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেন। পরে নিউ জার্সির একটি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন। সে ছবি ফেসবুকে প্রকাশ করে প্রিয়দল আর্জেন্টিনাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/