ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ (অনুর্ধ্ব ১৭) এ চ্যাম্পিয়ান হয়েছে দেওখোলা ইউনিয়ন। ফুলবাড়িয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত খেলায় দেওখোলা ইউনিয়ন ১ গোল, প্রতিপক্ষ এনায়েতপুর ইউনিয়ন ০ গোলে দেওখোলা ইউনিয়ন বিজয় লাভ করে। টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল মালেক সরকার সমাপনী দিনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ, পৌর মেয়র গোলাম কিবরিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, সংগীতা রানী সাহা, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এজিদুল হক প্রমুখ।
https://slotbet.online/