ফুলবাড়িয়া : চলমান এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ পদ্ধতি বিষয়ের পরীক্ষা ছিল আজ (৯ জুলাই)। পরীক্ষা শেষের দিকে মেয়ের পরীক্ষার খাতা রিভিশনটা শিক্ষক বাবা আতিকুল ইসলাম করে দিচ্ছিলেন। বিষয়টি নজরে আসে সেন্টারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্যাট সেলিনা আক্তারের। মোবাইল কোর্ট ২০২৪ সালের বিবিধ ৫০/২৪ এর ধারায় ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের ভেন্যূ কেন্দ্রে।
জানা যায়, শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক আতিকুল ইসলাম। তার কলেজ থেকেই মেয়ে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। তথ্য ও যোগাযোগ পদ্ধতি বিষয়ে পরীক্ষা ছিল আজ। পরীক্ষা শেষের দিকে মেয়েকে সহযোগিতা করতে অনায়েসেই কেন্দ্রে প্রবেশ করে আতিকুল ইসলাম। কিন্তু সবার চোখ ফাঁকি দিতে পারলেও নির্বাহি ম্যাজিস্ট্যাট সেলিনা আক্তারের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে ১০দিনের বিনাশ্রম দন্ড প্রদান করে থানায় পাঠিয়ে দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্যাট সেলিনা আক্তার বলেন, সরকারী আদেশ অমান্য করায় তাকে ১০ দিনের বিনাশ্রম দন্ড প্রদান করা হয়েছে।
https://slotbet.online/