ফুলবাড়িয়া : নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ প্রথম বক্তৃতায় বলেন, তের ইউনিয়ন ও একটি পৌর সভার ১২৬টি ওয়ার্ডের নির্বাচিত সকল জনপ্রতিনিধির উদ্দেশ্য জনসেবা করা। বার্ষিকী ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বাস্তবায়ন ও সমন্বয় থাকতে হবে। স্থানীয় সরকারের ভিত্তি তথা তৃণমুল যদি শক্তিশালী না হয়, তাহলে উন্নয়ন ব্যহত হবে। আমরা সকলেই একটি পরিবার। জনগণ আমাদের বিশ্বাস করে ভোট দিয়ে তাদের কাজ করার জন্য আমাদের নির্বাচিত করেছেন। সকলে আমরা একটি পরিবার, আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই, কাজ করার জন্য জনগণ আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছে। সুন্দর পরিকল্পনায় যাতে এগিয়ে যেতে পারি আজকের দিনে এটাই আমার প্রত্যাশা।
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধিক পদক্ষেপ নিয়েছেন। আমরা সকলেই চাই একটি স্মার্ট ফুলবাড়িয়া উপজেলা গড়ে উঠুক। স্মার্ট উপজেলা শুধু মুখে না, যাতে বাস্তবায়ন করতে পারি। একটি দুর্নীতিমুক্ত, জুয়ামুক্ত মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, জঙ্গিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ফুলবাড়িয়া যেন গড়তে পারি। ব্যক্তিগতভাবে আমার কোন চাওয়া পাওয়া নেই, রাজনীতি করতে এসেছি, মানুষের সেবা করার জন্য।
রবিবার (৭ জুলাই) বিকাল ৩টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলা পরিষদের মাসিক সভা’য় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ প্রথম বক্তৃতায় এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এমপি।
এ সময় বক্তব্য রাখেন বিদায়ী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রানী সাহা, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, অফিসারদের পক্ষে প্রাণি সম্পদ অফিসার ডা: মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে বালিয়ান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ।
প্রভাষক এম আর মাতীনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসিজদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ, মাওলানা, মুফতি, ক্বারী আশরাফুল আলম।
সভায় নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব প্যানেল চেয়ারম্যান-১, সংগীতা রানী সাহা কে প্যানেল চেয়ারম্যান-২ করা হয়।
বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
https://slotbet.online/