ফুলবাড়িয়া : শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এমপি বলেন, ফুলবাড়িয়ায় প্রায় ৬ লক্ষ মানুষ রয়েছে। এ সব জনগণের ভাগ্য পরিবর্তনের মেকার আপনারা (নির্বাচিত জনপ্রতিনিধিরা)। সকল নির্বাচিত প্রতিনিধিরাই আজকের সভায় উপস্থিত। তিনটি অক্ষরের সমন্বয়ে বিদায় ও বরণ। যারা উপজেলা পরিষদে ছিলেন তারা চলে যাচ্ছেন আমরা সবাই এখানকার। যারা নতুন নির্বাচিত হয়েছেন তারা আজ থেকে দায়িত্ব পালন করবেন। তবে সবাই একত্রে ফুলবাড়িয়ার উন্নয়নে কাজ করতে হবে। যারা দায়িত্ব পালন করবেন তাদের মনে রাখতে হবে, আজ থেকে আপনারা জনগণের চাকর। যদি এটি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে আপনারা আরও উপরে সিঁড়িতে উঠতে পারবেন।
রবিবার (৭ জুলাই) বিকাল ৩টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলা পরিষদের মাসিক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এমপি এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, বিদায়ী চেয়ারম্যান শরাফ উদ্দিন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রানী সাহা, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান,
অফিসারদের পক্ষে প্রাণি সম্পদ অফিসার ডা: মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে বালিয়ান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ। প্রভাষক এম আর মাতীনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসিজদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ, মাওলানা, মুফতি, ক্বারী আশরাফুল আলম।
সভায় নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব প্যানেল চেয়ারম্যান-১, সংগীতা রানী সাহা কে প্যানেল চেয়ারম্যান-২ করা হয়।
বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
https://slotbet.online/