রাজধানীর পূর্ব রাজাবাজারের আমতলা এলাকায় ‘সাইম লিমা’ নামে একটি ভবনের গ্যারেজ মালিকের গাড়িচাপায় দারোয়ান নিহতের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলাটি করেছেন নিহত ফজলুল হকের স্ত্রী। ঘটনার পর থেকে গ্যারেজ মালিক ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম পলাতক। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহাদ আলী বলেন, রাজধানীর পূর্ব রাজাবাজারে গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ
সংগ্রহ করা হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। আমরা তদন্ত করছি।
ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভবন থেকে প্রাইভেটকার বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মালিক মফিদুল ইসলাম। এ সময় বাড়ির গেটের সামনে থাকা দারোয়ান ফজলুলকে সজোরে ধাক্কা মারেন তিনি। এতে নিরাপত্তাকর্মী ফজলুল মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ড্রাইভারের সঙ্গে রাগারাগি করে গাড়ি চালাতে গিয়ে মফিদুল নিরাপত্তাকর্মীর ওপর গাড়ি উঠিয়ে দেন। এ ছাড়া দুর্ঘটনার পর নিরাপত্তাকর্মী ফজলুলকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ করেন তারা।
মফিদুল ইসলামের গাড়ির চালক বলছেন, গাড়ির ব্রেকপ্যাড ক্ষয় হয়ে গিয়েছিল। স্যার সেটা চেক করতে গাড়িতে উঠে পা দিয়ে একসেলেটর চাপ দেন, এরপর গাড়ি চলতে শুরু করলে তিনি হয়তো থামাতে গিয়ে ব্রেকে পা না দিয়ে ভুলে একসেলেটরে আরও জোরে চাপ দেন। এতে গাড়ি মুহূর্তের মধ্যে গেট ভেঙে বাইরে গিয়ে ধাক্কা খায়।
নিহত ফজলুল হকের বোন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পাইলাম একটা দুর্ঘটনা ঘটছে। আমার ভাইরে মাইরা ফালাইছে। কে বা কারা মারছে জানতে চাইলে জানতে পারি বাড়িওয়ালা মাইরা পালাইছে। ময়নাতদন্তের পর শুক্রবার ফজলুল হকের লাশ তার গ্রামের বাড়ি নেত্রকোনায় দাফন করা হয়েছে।
https://slotbet.online/