ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ/২০১৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্য রাখেন ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল মালেক সরকার। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, যুবলীগের সাবেক সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, কৃষক লীগ নেতা জাহাঙ্গীর আলম আকন্দ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ইলিয়াস প্রমুখ। সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ পারভীন। প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক পাচ্ছেন ৫ কেজি বীজ ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার। উপজেলায় ১ হাজার ৯শত কৃষক এ সুবিধা পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল মালেক সরকার এমপি বলেন, বাংলাদেশে কোন কিছুর অভাব নাই, আমরা মায়ের কোলে বাস করছি। দেশের কোথাও সারের কোন হাহাকার নাই। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, বাঙালিরা ততদিন শান্তিতে থাকবে। আগামীতে গভীর নলকূপ ভাড়া যাতে কম দিতে হয় সে জন্য আগামী বোর আবাদ শুরু হওয়ার আগেই আপনাদের কে আর্থিক সহযোগিতা করা হবে।
https://slotbet.online/