• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

বর্ষার দিনে খেলা হত সময়দিয়ে নয় আনলিমিটেড- আব্দুল মালেক সরকার এমপি

ফুলবাড়িয়া নিউজ / ৯৪ পঠিত
আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শুক্রবার (৫ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ (অনুর্ধ্ব ১৭) উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়িয়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্য রাখেন ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল মালেক সরকার। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান রাশেদ, জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এজিদুল হক। সঞ্চালনায় স্বাস্থ্য কর্মী শাকিল চৌধুরী। ধারা ভাষ্যকার ছিলেন শিক্ষক ও লেখক শাহজাহান মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল মালেক সরকার এমপি অতীতের স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন এ রকম বর্ষার দিনে খেলা হত সময়দিয়ে নয় আনলিমিটেড। তবে আজকে একটা খেলার দিন। উপভোগ্য একটা সময়। আমি আশাকরি এ খেলার মাধ্যমে ভালো ভালো খেলোয়ার বিচারকদের মাধ্যমে বের হয়ে আসবে। যারা জাতীয় পর্যায়ে খেলে আমাদের উপজেলার সুনাম বৃদ্ধি করবে।

এ সময় খেলার মাঠটি অন্তত ৪ ইঞ্চি উঁচু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহি অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। অন্য দুটি ভেন্যুতে অনুষ্ঠিত খেলারও উদ্বোধন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/