ফুলবাড়িয়া : “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শেষ হলো উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন।
এ উপলক্ষে রবিবার (৩০জুন) ফুলবাড়িয়া উপজেলা শিক্ষা অফিস আয়োজন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের পক্ষে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার। প্রথমে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২টি বিষয় সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন ক ও খ গ্রুপের পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন’র ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়ের সুন্দর ও নান্দনিক পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তা ও শিক্ষকদের মধ্যে আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের দৃষ্টি নন্দন পরিবেশ (কুকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়), শতভাগ ড্রেস (পোশাক) নিশ্চিত করা বিদ্যালয় ২টি (ফুলবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিবাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়),
সেরা প্রাক প্রাথমিক বিদ্যালয় ৩টি (কালিবাজাইল, পলাশতলী বাজার, জোরবাড়ীয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়), রিডিং দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ (চক রাধাকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়), সর্বোচ্চ সংখ্যক প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরন ১ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (মো: জহির আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার), পিঠা উৎসবে সেরা পিঠা প্রস্তুতকারী (চৌদার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) সম্মাননা হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।
https://slotbet.online/