ফুলবাড়িয়া : দেশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজ দ্রুত ও সহজীকরণে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন প্রথম স্থান অর্জন করেছে বলে জানা গেছে। কোন প্রকার ভোগান্তি ছাড়াই মানুষের মাঝে এই সেবা পৌছে দেওয়ায় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে পুরস্কৃত করা হয়। মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ থেকে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়। ভবানীপুর ইউপি চেয়ারম্যান জবান আলী সরকারের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়িয়ার ফিল্ড সুপারভাইজার ফরিদ আহমেদ, ইউপি সচিব কামাল হোসেন প্রমুখ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রিয় করতে এবং সঠিক জনসংখ্যা নির্ণয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কার্যকর ইউনিয়ন পরিষদ এবং জনসেবা নিশ্চিত করার লক্ষে উৎসাহ প্রদান করা হচ্ছে।
https://slotbet.online/