• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় গণধর্ষণের ঘটনার অভিযোগে তিনজন আটক

ফুলবাড়িয়া নিউজ / ৪২ পঠিত
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগানে গণধর্ষনের অভিযোগের ঘটনায় তিন আটক করে পুলিশ। ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ’র নির্দেশে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুন) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফুলবাড়ীয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উবাদুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক রাকিবুল হুদা, সহকারী উপ-পরিদর্শক মোঃ ফয়েজ আলী ও কনস্টেবল রায়হানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন দেওভোগ এলাকা থেকে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মোঃ শরিফ (৩০), মোঃ শফিকুল ইসলাম ওরফে সফু (৪০), মোঃ আলাল মিয়া (৩১)। পলাতক রয়েছে মোঃ আলমগীর মিয়া।

তালাকপ্রাপ্ত ধর্ষিতা নারী মোছাঃ রহিমা খাতুন (২৫) বাদী হয়ে ২৫ জুন ফুলবাড়িয়া থানায় মামলা করেন। মামলা নং- ২৫।
অভিযোগে ঐ নারী বলেন, গত ২১ জুন সকাল অনুমান ৯ ঘটিকায় সন্তোষপুর বাবার বাড়ী হতে পূর্বের স্বামীর (তালাকপ্রাপ্ত) ঘরে তার মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন সাগরদিঘী গ্রামে যায়। সেখান থেকে অজ্ঞাতনামা অটোযোগে ফেরার সময় রাত অনুমান ১০ ঘটিকার সময় নিজ বাড়ী সংলগ্ন সন্তোষপুর রাবার বাগান তিন রাস্তার মোড়ে অটোগাড়ি থামিয়ে অটো চালককে অটোসহ বিদায় করে দেয়। এরপর বাদীর মুখে গামছা প্যাচাইয়া জোর পূর্বক সন্তোষপুর রাবার বাগানের ভিতর নিয়ে গিয়ে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/