• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

ফুলবাড়িয়া নিউজ / ৪২ পঠিত
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

ওমরাহ পালনকারীদের সংখ্যাবাড়িয়ে বছরে ৩ কোটিতে উন্নীত করতে চায় সৌদি আরব। বর্তমানে বছরে ৪৫ লাখ মুসল্লিকে ওমরাহ পালন করে থাকে। গতকাল শনিবার দেশটির ওমরাহবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুল রহমান বিন ফাহদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছর ওমরাহ পালন করছেন ৪৫ লাখের বেশি। আর এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। আবদুল রহমান বলেন, ‘প্রতি বছরই ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।’

সৌদি আরবের সরকারি হিসেব অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি ওমরাযাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে। এই সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটি থেকে ওমরাহযাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/