প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা বলেছেন, ‘অর্থ ও খ্যাতি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, এগুলো বিলাসিতার অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার কঠিন সময়ে কে পাশে থাকবে, যখন আপনার সত্যিই তাদের প্রয়োজন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা এসব কথা বলেন। আজ শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের জীবনের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রাক্তন টেনিস তারকা বলেন, ‘আমি মনে করি বাস্তবতার সংস্পর্শে থাকা এবং আপনার কাছে কী গুরুত্বপূর্ণ, কে আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং আপনি কার জন্য গুরুত্বপূর্ণ।’
ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন টেনিস ছেড়ে দিতে চেয়েছিলেন জানিয়ে সানিয়া মির্জা বলেন, ‘শরীরও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তিনটি অস্ত্রোপচার ও এক সন্তানের পরও (আমি) আগের মতো সুস্থ হতে পারিনি।’
কাজের জন্য প্রস্তুতির বিষয়টি কেউ নজর দেয় না জানিয়ে তিনি বলেন, ‘মানুষ দেখবে তুমি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে আছ। কিন্তু তারা বুঝতে পারছে না ফাইনালে ওঠার জন্য আমাকে কী করতে হবে।’
গত ১০ বছরে নিজের মধ্যে কী পরিবর্তন দেখেছেন—এমন প্রশ্নের জবাবে সানিয়া মির্জা জানান, বয়স ও সন্তানের কারণে তিনি আরও ধৈর্যশীল হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আপনি যখন মা হবেন, তখন ধৈর্য ধরা ছাড়া আপনার আর কোনো সমাধান থাকবে না।’
খেলাধুলা থেকে যা শিখেছেন, তা বাস্তব জীবনেও প্রয়োগ করছেন বলেও জানান সানিয়া মির্জা। তিনি বলেন, ‘খেলাধুলা থেকে যে শিক্ষা পেয়েছি, তা পৃথিবীর কোনো বই থেকে শিখতে পারব বলে মনে হয় না। আপনি জানেন যে, আপনার খারাপ ও ভালো দিন রয়েছে, আপনি জিতবেন ও আপনি হেরে যাবেন—তবে আপনি আবার চেষ্টা করবেন এবং আপনি আগের দিনের চেয়ে আরও ভালো হওয়ার চেষ্টা করবেন।’
সানিয়া মির্জা বলেন, ‘একই জিনিস জীবনে প্রয়োগ করা যেতে পারে, যেমন আমার অভিজ্ঞতা থেকে জীবনে প্রয়োগ করেছি যে, খারাপ দিনগুলো স্থায়ী হয় না, ভালো দিনগুলো স্থায়ী হয়—তবে আপনাকে সেই ভালো দিনগুলো প্রসারিত করার চেষ্টা করতে হবে। যদি আপনার একটি ভালো দিন থাকে তবে আপনাকে পরের দিনটি আরও ভালো করার চেষ্টা করতে হবে।’
https://slotbet.online/