গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া-মোনাজাত করেছে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতি।
শনিবার দুপুরে সংগঠনের সভাপতি মুফতি মোহাম্মদ মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুরসহ দেশের ৩০০ মডেল মসজিদের ইমাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এর আগে, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির পক্ষ থেকে কোরআন খতমের আয়োজন করা হয়।
https://slotbet.online/