• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

গৌরীপুরে কাবিংয়ে দেশসেরা ও জাতীয়পর্যায়ে পদকপ্রাপ্তদের সংবর্ধনা

ফুলবাড়িয়া নিউজ / ১০৬ পঠিত
আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪

কাবিংয়ে প্রাথমিক শিক্ষা পদক, সমাজ উন্নয়নে জাতীয়পর্যায়ে পদকপ্রাপ্ত ১০জন, ন্যাশনাল উন্নয়ন অ্যাওয়ার্ড, মেডেল অব মেরিট, বার টু দি মেডেল অব মেরিট, লং সার্ভিস ডেকোরেশন, শ্রেষ্ঠ রোভার- স্কাউটদের ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৮ জুন) সংবর্ধিত করা হয়েছে।

কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বর্ণমালা কিন্ডার গার্টেনের সহযোগিতায় শাপলা ও পিএস প্রস্তুতি ক্যাম্পে পদকপ্রাপ্তদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন কাবিংয়ে প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত তাহমিন ইসলাম আদিব, সিএনসি’স পদকের জন্য বিদ্যুৎ কুমার নন্দী, লং সার্ভিস ডেকোরেশনের জন্য নয়ন কুমার দাস, বার টু দি মেডেল অব মেরিটের জন্য মানিক মিয়া, মেডেল অব মেরিটের জন্য মনিকা পারভীন, জন্মজয় কুমার দাস, সমাজ উন্নয়ন পদকের জন্য মো. মোয়াজ হোসেন, পূজা চৌধুরী,

মুন দত্ত, মো. মাহফুজুর রহমান, নাফিজুল ইবনে বাসার তানভীর, পার্থ দেবনাথ, মো. সাকিবুল হাসান, মো. এহসানুল হক জারিফ, মুনতাসির রহমান মাসুক, পার্থ পাল অনন্ত, সাবাস পদকের জন্য ইউনিট লিডার মানিক মিয়া, রাকিবুল ইসলাম, পার্থ চন্দ্র দেবনাথ, ইয়াছিন, তাসমিনা আল রাকিব রাহাত, মো. মাহফুজুর রহমান মাহিন, মো. সাকিবুল হাসান, মো. মোয়াজ হোসেন, জয় আচার্য্য, ফাহিমা হাসান, শ্রেষ্ঠ রোভার স্কাউট বাদশা মিয়া,

শ্রেষ্ঠ স্কাউট মো. এহসানুল হক জারিফ, মুন দত্ত, শ্রেষ্ঠ কাব স্কাউট স্নিগ্ধা ভৌমিক, তফসিরুল হাসান মাহিম, পূর্ণিমা চৌধুরী পড়শী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দপাড়া মুক্ত স্কাউটগ্রুপের সভাপতি ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহ মো. জিয়াউল হক। সঞ্চালনা করেন সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী ও উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস্ ময়মনসিংহ অঞ্চলের ডিআরসি (উন্নয়ন) মনিকা পারভীন, ময়মনসিংহ রয়েল মিডিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক,

গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন মিয়া, স্কাউটয়ে ইমাম হোসেন, কাব স্কাউট লিডার চামেলী রানী ধর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/