ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হোসেন স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়েছে। কেশরগঞ্জ বাজার পরিচালনা কমিটির উদ্যোগে হাজী শের আলী মার্কেটের দু’তলায় আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক। সাংগঠনিক সম্পাদক সজীবুল হাসান সোহেলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হোসেন মারুফ, ইউনিয়ন পরিষদের পক্ষে ৩নং ওয়ার্ড সদস্য মো: মনজুরুল হক মনজু, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক, কেশরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, শাপলা বালিকা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর চন্দ্র সাহা, পলাশীহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওঃ খোরশেদ আলম, রজনীগন্ধা মার্কেটের পক্ষে সভাপতি রিয়াজ উদ্দিন আকন্দ, কেশরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক, মরহুমের পরিবারের পক্ষে ছোট ভাই সুলতান গিয়াস উদ্দিন, চাচাতো ভাই আ: সাত্তার বিদ্যুৎ প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাদীহাটী ঈদগাহ মাঠের ইমাম মাওলানা আব্দুল হাকিম।
এর আগে ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাজারের সকল দোকান (ঔষধের দোকান ব্যতিত) বন্ধ রেখে স্মরণ সভায় যোগ দেয় দোকানদার সহ কর্মচারীরা।
https://slotbet.online/