নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে প্রথমবারের মতো শিক্ষক প্রতিনিধিমনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক হাফসা আক্তার এ মনোনয়ন পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন ২০১৮’ এর ১৮ অনুচ্ছেদ এর ১(ছ) ও ২ অনুসারে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এবং সিন্ডিকেটের অনুমোদনক্রমে আগামী ২ বছরের সহকারী অধ্যাপক হাফসা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হলেও প্রথম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের কেউ সিন্ডিকেট সদস্য হলেন।
হাফসা আক্তার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক। এর আগে তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হন। এ ছাড়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
https://slotbet.online/