নেত্রকোণার কলমাকান্দায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অবৈধপথে সীমান্তের ওপার থেকে আনা মালিকবিহীন ভারতীয় ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।জব্দকৃত এসব চিনির আর্থিক মূল্য প্রায় দুই কোটি ১৪ হাজার টাকা।
গতকাল বুধবার সকাল থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায় মধ্যরাত পর্যন্ত। এ সময় উপজেলার লেংগুরা, খারনৈ ইউনিয়ন সীমান্তের চেংগ্নী, বৌ বাজার, বলমাঠ, কুড়াখালি, কচুগড়াসহ বেশকিছু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চিনি জব্দ করা গেলেও পালিয়ে যায় চোরাকারবারিরা।
টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক হিসেবে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কলমাকান্দার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এ সময় ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশনায় উপস্থিত ছিলেন বিজিবির সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন। এছাড়াও বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যার অভিযানে অংশ নেন।
কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম জানান, জনস্বার্থে ও চোরাচালান বন্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/