ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ‘কুশমাইল ইউঃ বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়’ এর পাঁচশ শিক্ষার্থীর মাঝে ১টি করে মোট ৫শ আমের (আমরুপালী) চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্কুলগামী ছাত্র/ছাত্রীদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করণে ফলজ গাছের চারা বিতরণে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো: চান মিয়া, উপ-সহকারী কৃষি অফিসার মো: রুবেল সরকার, সহকারী প্রধান শিক্ষক মো: শাহ্জাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সিসিডিবি’র এরিয়া ম্যানেজার মি: রিচার্ড দোবে। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র মো: মাসুদ রানা এবং পবিত্র গীতা পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী শ্যামা দে। সিসিডিবি’র প্রোগ্রাম অফিসার পিটার সরকার এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ৯ম শ্রেণির ছাত্রী মোছা: তান্হা তাসনুবা এবং মোছা: অনন্যা আক্তার।
এর আগে গত ১২ জুন বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাবুগঞ্জ বাজারে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ করা হয়।
এ ছাড়াও সিসিডিবি-সিপিআরপি'র সহযোগিতায় পরিচালিত ৪৭টি সমিতির সদস্যদের মধ্যে ৩ হাজার টি (ব্যানান- ১ হাজার, বারি (৪)-১ হাজার ও আমরুপালী-১ হাজার) আমের চারা বিতরন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি