ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ঈশ্বরগঞ্জের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবার ও একটি এতিমখানার মাঝে ৪৯ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লক্ষ ২৯ হাজার টাকা বিতরণ করা হয়।
এর আগে উপজেলা হলরুমে মাহমুদ হাসান সুমন এমপির ঐচ্ছিক তহবিল হতে ২১ জনকে ১০ হাজার টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
https://slotbet.online/