ফুলবাড়িয়া : ময়মনসিংহ জেলা পরিষদের সাধারণ ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ জুন) এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু, মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক স্মারক নং-১৭,০০,০০০০,০৭৯.৪১.০০১.২৪-৪৪৮, তারিখঃ ২৭/০৬/২০২৪ খ্রিঃ মোতাবেক জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১০ এর উপ-বিধি (৩) অনুসারে ময়মনসিংহ জেলার জেলা পরিষদের ০২ টি শূন্য সাধারণ ওয়ার্ডের সদস্য (ফুলবাড়ীয়া ও ঈশ্বরগঞ্জ) পদে নির্বাচনের উদ্দেশ্যে সময়সূচি ধার্য করিয়া প্রজ্ঞাপন জারী করিয়াছেন।
(ক) রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ০৬-০৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই, ভোট গ্রহণ ২৭ জুলাই শনিবার।
সকাল ০৯.০০ টা হতে দুপুর ০২.০০ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
https://slotbet.online/