ফুলবাড়িয়া : কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী বলেন, আমরা আপনাদের জন্য (লেবুচাষী) সকল প্রচেষ্টা অব্যাহত রাখবো তবে একজন কৃষকও যদি লেবুর গুণগতমান খারাপ করে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে। উৎপাদনে এমন কিছু প্রয়োগ করা যাবে না, যা মানবদেহে ক্ষতি করে। সুতরাং লেবু অত্যন্ত ভালো একটা ফল, যে ফলটা সব অবস্থায় খাওয়া যায়। সকাল বেলা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
তিনি আরও বলেন, এনায়েতপুর বাজারে লেবুর জন্য বড় সেড হবে, হিমাগার করা যায় কিন্তু রক্ষনা বেক্ষন অনেক কঠিন। দেশের বাহিরে লেবু রপ্তানি করার ব্যবস্থা করা হবে। আমাদের সৌভাগ্য যে এখানকার মাটি অনেক ভালো। কৃষক যেন প্রতারনার স্বীকার না হয়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
রবিবার (৫ মে) বিকাল ৬টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার মহাপরিচালক, কৃষিবিদ বাদল চন্দ্র বিশ^াস’র সভাপতিত্বে উপজেলার এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহ্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামাবাড়ি ময়মনসিংহের উপ পরিচালক কৃষিবিদ ড. মোছাঃ নাছরিন আক্তার বানু, উপ পরিচালক কৃষিবিদ সালমা আক্তার, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ।
এর আগে অতিথিবৃন্দ একক ফল বাগান (লেবু) পরিদর্শন করেন। এনায়েতপুর বাজারে এসে সরাসরি কৃষকদের সাথে কথা বলেন।
এ সময় মঞ্চে ফুলবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ পারভীন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মির্জা আবু রায়হান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মাসুদ আলম লিটন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
https://slotbet.online/