চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। আর এ জয়ে ২০০৮ সালের পর প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল দলটি।
বৃহস্পতিবার হামবুর্গে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হয় দুদল। যেখানে ৫১তম মিনিটে হাকান কালহানোগলুর গোলে পিছিয়ে পড়ার পর চেক প্রজাতন্ত্রকে ৬৬তম মিনিটে সমতায় ফেরান টমাস সুচেক। তবে ম্যাচের যোগ করা সময়ে তুরস্কের হয়ে ব্যবধান গড়ে দেন জেঙ্ক তোসুন।
গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠল তুরস্ক। টেবিলের তলানিতে থেকে বিদায় নিল চেক প্রজাতন্ত্র। গ্রুপের অন্য ম্যাচে, আগেই গ্রুপ সেরা হয়ে যাওয়া পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে জর্জিয়া। ঐতিহাসিক এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে, সেরা চার তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে উঠেছে তারা।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি