চাঁদ থেকে বিরল পাথরখণ্ড নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চীনের মহাকাশযান। চাঁদের দূরবর্তী অনাবিস্কৃত অংশ থেকে পাথর নিয়ে মঙ্গলবার মঙ্গোলিয়া মরুভূমিতে অবতরণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ২ জুন চাঁদের দূরবর্তী অংশে সফলভাবে অবতরণ করে চ্যাং’ই-সিক্স নামের যানটি। চীনের ওই অংশকে বলা হয় ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। ধারণা করা হয়, চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোন সংঘর্ষের ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছিল।
বিজ্ঞানীরা এই নমুনা নিয়ে গবেষণায় অত্যন্ত উদগ্রীব। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো চন্দ্রের ‘অন্ধকার দিক’ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে। এটি চীনকে মহাকাশ-গবেষণা ও বিজ্ঞান খাতে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় অর্জিত আরেকটি সাফল্য।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি