ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বর্তমানে নির্মাণেই (পরিচালক হিসেবে) ব্যস্ত সময় পার করছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও টেলিফিল্ম। পাশাপাশি এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। কাজের পাশাপাশি নিজের মতামত প্রায়ই শেয়ার করেন ভক্ত-দর্শকদের সঙ্গে।
তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অরুণা বিশ্বাস। তার মতে, তিনি সাধ্যমতো যাদের পাশে দাঁড়িয়েছিলেন তারই ক্ষমতা পেয়ে তাকে মনে রাখেনি।
এই অভিনেত্রীর কথায়, ‘আমার জীবনের দুঃখ হলো আমার কোনো আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোনো জায়গায় নাই। আর বন্ধু, বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করেছি কিন্তু তারা যখন কোন ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।’ অরুণা বিশ্বাস অবশ্য তার এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি।
বাবা ছিলেন অরুণা বিশ্বাসের আদর্শ ও স্টাইলের প্রতীক। সেকথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।’
https://slotbet.online/