• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

যারা বিজয় লাভে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞ – নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

ফুলবাড়িয়া নিউজ / ৫৫ পঠিত
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া পৌরসভাসহ ১২৬টি ওয়ার্ডের ১২৫ টি ভোট সেন্টারে যারা অক্লান্ত পরিশ্রম করে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যারা বিজয় লাভে সহযোগিতা করেছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রানপ্রিয় ফুলবাড়িয়া উপজেলাবাসীর প্রতি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়, মাননীয় ডিআইজি মহোদয়, মাননীয় ডিসি মহোদয়, মাননীয় এসপি মহোদয়, জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়, রিটার্নিং কর্মকর্তা মহোদয়, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং, নির্বাচন সংশ্লিষ্টতায় যারা জড়িত ছিলেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী র‌্যাব, পুলিশ, বিডিআর (বিজিবি), আনসার এবং নির্বাচন কাজে যারা বিশেষ করে সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি সহ রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা এ নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূণ্য ভূমিকা পালন করেছেন। আমি সমাজের সর্বস্তরের কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি মানুষ, নারী, বীরমুক্তিযোদ্ধা, আলেম সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত গণ, যাজকগণ সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বুধবার শপথ শেষে ফুলবাড়িয়ায় পৌঁছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলাবাসীর উদ্দেশ্যে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা মোহাম্মদ হারুন অর রশিদ এ সব কথা বলেন। এর আগে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তুখোর এ নেতা।
এর আগে বুধবার ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ সময় বিভাগীয় কমিশনার নব নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলবাড়িয়া উপজেলাবাসীর পক্ষ থেকে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া কে ঐতিহ্যবাহী অর্কিড ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/