• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

ফুলবাড়িয়ায় সাধারণ মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা দুই ভাইস চেয়ারম্যানের

ফুলবাড়িয়া নিউজ / ৮৩ পঠিত
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

ফুলবাড়িয়া : কতজন কতভাবে মানুষের মন জয় করতে চায়। চেয়ারে মানুষ পরিবর্তন হলে মতেরও পরিবর্তন হয়। যার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন ফুলবাড়িয়া জননন্দিত নেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব। ভাইস চেয়ারম্যান জয়ী হলে এমন আলোড়ন অতীতে তেমন দেখা যায়নি।
অপেক্ষার শেষক্ষণ বুধবার শপথ গ্রহণের মধ্যদিয়ে শেষ হয়েছে। ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শপথ শেষে নতুন জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব ও সংগিতা রানী সাহা ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। শপথ শেষে ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে নেমে সর্বসাধারণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। রিক্সাওয়ালা, চা বিক্রেতা, পথচারী, দোকানদার, রস বিক্রেতা, বই বিক্রেতা সহ নানা শ্রেণির মানুষ নব নির্বাচিত জনপ্রতিনিধির হাত থেকে ফুল পেয়ে দারুন খুশি। এ সময় স্ব স্ব প্রার্থীর কর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/