ফুলবাড়িয়া : রবিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী পাটচাষী প্রশিক্ষণের আয়োজন করে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ফুলবাড়িয়া। ‘সোনালী আশের সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, স্লোগানের আলোকে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আজমত আলী আকন্দ, অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আহমেদ, উপ সহকারী পাট উন্নয়ন অফিসার মো: সেলিম মিয়া। এতে উপজেলার ৭৫জন কৃষক-কৃষানী অংশ গ্রহণ করেন।
https://slotbet.online/