• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

নাওগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল : এমপি ও ইউএনও’র শোক

ফুলবাড়িয়া নিউজ / ৬৩ পঠিত
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন @ মোজা (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ …. রাজিউন। গতকাল সোমবার দুপুর ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তিন নম্বর ইউপি সদস্য (মেম্বার) মনজুরুল হক মঞ্জু জানান, চেয়ারম্যান ৩দিন যাবত খুব অসুস্থ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে হঠাৎ স্টোক করলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩মেয়ে সহ বহু স্বজন রেখে গেছেন। তিনি ৪ বারের সফল ইউপি চেয়ারম্যান। সোমবার রাত ১০ টায় পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুর খবর শুনে, মরহুমের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারকে শান্তনা দেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।
শোক প্রকাশ : নাওগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো: আব্দুল মালেক সরকার, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ফুলবাড়িয়া উপজেলা ইউনিটের পক্ষে সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস ছাত্তার শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/