আগামী বছর হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের কোটা বাড়িয়েছে সৌদি আরব। আজ রবিবার হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে।
হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, আগামী বছর বাংলাদেশের হজযাত্রীদের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করেছে সৌদি সরকার। এরমধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরবর্তী সময়ে নির্ধারণ করে দেবে।
আগামী বছরের জানুয়ারি মাসে পরবর্তী হজ পালনের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের চুক্তি হবে বলেও জানিয়েছেন হাব সভাপতি।
এদিকে, এবারও দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানোর পরও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। খরচ অত্যধিক বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের হজযাত্রী সংখ্যা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ হজযাত্রী সৌদি আরবে যান হজ পালন করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন তারা।
হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্যমতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাত জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় চার জন, জেদ্দায় একজন এবং মিনায় দুজন মারা যান।
উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি